Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নয়ন করলে ভোট পাওয়া যায় তা প্রমাণ হলো : পরিকল্পনামন্ত্রী


১ জানুয়ারি ২০১৯ ১৮:২৩ | আপডেট: ২ জানুয়ারি ২০১৯ ১৮:৩৭

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ফাইল ছবি)

।। জোসনা জামান, স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নির্বাচনের পর মঙ্গলবার (১ জানুয়ারি) প্রথম কার্যালয়ে যান তিনি। এসময় সারাবাংলার মুখোমুখি হন সফল এ ব্যবসায়ী, ক্রীড়াবিদ এবং রাজনীতিক।

সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই নির্বাচনটি গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা এতো উন্নয়ন করেছি, কিন্তু তারপরেও সবার মনে ভয় ছিল যে উন্নয়ন দিয়ে ভোট হয় না। শেষ পর্যন্ত এটি মিথ্যায় পর্যবসিত হয়েছে। প্রমাণ হয়েছে যে, উন্নয়ন করলে ভোট পাওয়া যায়।’

মোস্তফা কামাল বলেন, ‘বিভিন্ন সময় অনেকেই বলেছেন যে, উন্নয়ন করলে যদি ভোট পাওয়া যেত তাহলে উন্নত দেশে কখনও সরকার পরিবর্তন হতো না। কিন্তু আমি বলেছিলাম, ভোট আমরা পাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে পরিমাণ আমরা উন্নয়ন করেছি তাতে এদেশের মানুষ ইচ্ছে করলেও আমাদের বিরুদ্ধে যেতে পারবে না।’

বর্তমান সরকার যেসব কাজ করেছে আগামী প্রজন্ম তার সুবিধাভোগী হবে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘যারা এখন ইয়াং স্টেজে আছে, আমাদের তরুণরা তারা সুবিধাভোগী হবে। তারুণ্যই আমাদের শক্তি। সুতরাং তারা আমাদের বিপক্ষে যাবে না। আর কেউ চেষ্টা করলেও ভোটকেন্দ্রে গিয়ে আমাদের বিপক্ষে ভোট দিতে পারবে না। আমাদের বিপক্ষে ভোট দিতে গেলে তাদের হাত কাঁপবে।’

সবশেষে সারাবাংলাকে ধন্যবাদ জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

সারাবাংলা/জেজে/এসএমএন    

আ হ ম মুস্তফা কামাল পরিকল্পনা মন্ত্রী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর