ঘন কুয়াশায় বন্ধ বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা ও দৌলতদিয়া নৌ-রুট
১৪ জানুয়ারি ২০১৮ ০৯:০০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮ ২২:৩৫
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশের টোল প্লাজা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
এদিকে একই কারণে ভোর ৪টা থেকে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। এতে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটক পড়েছে ছয় ফেরি। ঘাটের দুপাশে অটকা পড়েছে কয়েক’শ যানবহন। ঘন কুয়াশার সাথে তীব্র শীতে দুর্ভোগের শিকার হচ্ছে যাত্রীরা।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ভোর চারটায় কুয়ার তীব্রতা বেড়ে গেলে নৌ দূর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে। তবে কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সারাবাংলা/এসআরপি/একে