Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেতৃত্বের সমন্বয়হীনতায় বিএনপির ভরাডুবি: স্বাস্থ্যমন্ত্রী


১ জানুয়ারি ২০১৯ ১৫:১০ | আপডেট: ১ জানুয়ারি ২০১৯ ১৫:১৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকরা নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ বলেছেন বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে তা বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকরা বলেছেন। নির্বাচনের যেসব ছবি দেশি, বিদেশি বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে তাতেও বোঝা যায় নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে। তাই, বিএনপি অভিযোগ করলেও এখন কোনো লাভ হবে না।’

মঙ্গলবার (১ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের মাথা ঠান্ডা রেখে কাজ করার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির কথা ও কাজে কোনো মিল নেই। ড. কামাল বলছেন, ভোটকেন্দ্র পাহারা দেবেন, আবার ফখরুল ইসলাম আলমগীর এক্ষেত্রে অন্য কথা বলছেন। ফলে, বিএনপির নেতৃত্বে সমন্বয়হীনতা ছিল।’

বিএনপির ভরাডুবি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি আগুন সন্ত্রাসী। জনগণের কাছ থেকে তারা বিচ্ছিন্ন। আমাদের সেনাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন সবাই সেটা মেনে চলেছে। আর বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন ফখরুল ইসলাম ও ড. কামাল। তাদের নেতৃত্বে সমন্বয় না থাকায় নেতাকর্মীরা তাদের প্রতি আস্থা না পেয়ে দূরে সরে গেছে।’

তিনি আরও বলেন, ‘জওহরলাল নেহেরু ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন চারবার। আমাদের বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনাও চারবার প্রধানমন্ত্রী হলেন। দুঃশাসনের বিরুদ্ধে শেখ হাসিনা দেশে শান্তি ফিরিয়ে এনেছেন। তাই, জনগণ তার প্রতি আস্থা পেয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/জেএএম

বিএনপি ভরাডুবি সমন্বয়হীনতা স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর