Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিধসে ইন্দোনেশিয়ায় নিহত ২, নিখোঁজ ৪১


১ জানুয়ারি ২০১৯ ১৩:১৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইন্দোনেশিয়ায় জন-অধ্যুষিত জাভার একটি দ্বীপে ভূমিধসে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ৪১ জন নিখোঁজ রয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিবৃতিতে মঙ্গলবার (১ জানুয়ারি) একথা জানানো হয়।

সোমবার (৩১ ডিসেম্বর) এই ভূমিধসের ঘটনা ঘটে।

মুখপাত্র সুতপো পুরহো নগরোহো বলেন, পশ্চিম জাভায় এই ভূমিধসের ঘটনা ঘটে। ৩০টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে।

তিনি আরও বলেন, আবহাওয়া প্রতিকূলে থাকায় উদ্ধার তৎপরতা চালানো কঠিন হচ্ছে। টানা বৃষ্টিপাতের ফলে উদ্ধারকারী দল আক্রান্ত এলাকায় যেতে পারছে না। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় সেখানে পাঠানো যাচ্ছে না ভারি সরঞ্জাম।

২০১৮ সালে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ জর্জরিত ইন্দোনেশিয়ায় এটিই ছিল সর্বশেষ দুঃসংবাদ। দেশটিতে গত বছর বিভিন্ন দুর্যোগে অন্তত ২ হাজার জনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এনএইচ

ইন্দোনেশিয়া ভূমিধস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর