বিডব্লিউআইটির নতুন কমিটি নির্বাচিত
১ জানুয়ারি ২০১৯ ১২:০৮
।। সারাবাংলা ডেস্ক ।।
বাংলাদেশ ওমেন ইন টেকনোলজির (বিডব্লিউআইটি) নতুন নির্বাহী কমিটি ২০১৯-২১ সাল মেয়াদে নির্বাচিত হয়েছে। ১৩ সদস্যের নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স বিভাগের চেয়ারপার্সন ড. লাফিফা জামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্টার কম্পিউটার্স লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রিজওয়ানা খান।
গত ৮ ডিসেম্বর রাজধানীর গুলশানে এক হোটেলে সংগঠনটির অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছরের জন্য নতুন কমিটি নির্বাচন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি ড. সুরাইয়া পারভীন, নাজনীন কামাল ও কানিজ ফাতেমা। কোষাধ্যক্ষ নাজমুস সালেহিন, যুগ্ম সম্পাদক নীলা খালেদা এবং পরিচালকরা হলেন বিডব্লিউআইটির প্রতিষ্ঠাতা সভাপতি লুনা শামসুদ্দোহা, ড. নোভা আহমেদ, তাওহীদা হায়দার, নাছিমা আক্তার, ড. ফেরনাজ নারিন নুর ও ড. সেলিনা শারমিন।
প্রযুক্তিখাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়ে ২০১০ সালে বিডব্লিউআইটির যাত্রা শুরু হয়।
সারাবাংলা/এনএইচ