Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে মারা গেছেন কুমিল্লায় গুলিবিদ্ধ যুবক


৩১ ডিসেম্বর ২০১৮ ১৯:৩৮

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ সংসদ নির্বাচনের দিন কুমিল্লায় গুলিতে আহত সাখাওয়াত হোসেন (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৩১ডিসেম্বর) সকালের দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।

তিনি জানান, রোববার ভোরের দিকে কুমিল্লার বড়ুরা উপজেলার আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনজন গুলিবিদ্ধ হয়ে ঢামেক হাসপাতালে আসেন। এর মধ্যে সাখাওয়াত হোসেন মারা যান। অপর দুই আহত নুরুজ্জামান প্রাথমিক চিকিৎসা নেন ও দিদারুল (১৭) হাসপাতালে ভর্তি আছেন।

সাখাওয়াতের ভাই ইমান হোসেন জানায়, ভোট কেন্দ্রের পাশে তাদের বাড়ি। রাতে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় কেন্দ্রে আগুন লেগেছে। ঘটনা শুনে গ্রামের লোকজন আগুন নেভানোর জন্য গেলে তখন তিনজন গুলিবিদ্ধ হন। গ্রামে কৃষিকাজ করতেন সাখাওয়াত।

ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ঢামেক হাসপাতালে চারজন আহত অবস্থায় ভর্তি আছে। তারা হলো, কুমিল্লার দাউদকান্দি উপজেলার চন্দ্রশেখর গ্রামের আতাউর রহমান(৪৮), নারায়ণগঞ্জ সদরের দাসিরদিয়া গ্রামের শাহ আলম (৩০), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জগৎশাহ গ্রামের রাসেল (২৬), মুন্সীগঞ্জ সদর আটপাড়া গ্রামের শাহাবুদ্দিন (৬৬)।

তিনি বজ্রগুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তারা গুলিতে আহত হয়েছেন। এ ছাড়া ঢাকাসহ বিভিন্ন জেলায় সহিংসতায় আহত ১৬ জন চিকিৎসা নেন।

সারাবাংলা/এসএসআর/একে

জাতীয়-নির্বাচন ঢাকা মেডিকেল নির্বাচনি সহিংসতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর