নৌকা উপহার দিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন চীনা রাষ্ট্রদূতের
৩১ ডিসেম্বর ২০১৮ ১৫:২৬ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৬:০২
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও মহাজোটের নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চীনের তৈরি নৌকা উপহার দিয়ে অভিনন্দিত করলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো।
সোমবার (৩১ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কি কানের শুভেচ্ছা পৌঁছে দেন ও তাকে এই উপহার দেন রাষ্ট্রদূত।
এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এছাড়া, টুইটারে নিজের অনুভূতি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। টুইটারে মমতা লিখেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য শেখ হাসিনা জি কে জানাই অভিনন্দন।’
উল্লেখ্য, রোববারের নির্বাচনে বিরোধী ঐক্যফ্রন্টকে হারিয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬, ২০০৮, ২০১৪ সালের পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে দলটি। এবারের নির্বাচনে ফল ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে সর্বোচ্চ ২৬৬টি আসন।
সারাবাংলা/এনআর/এনএইচ