রিজভীর সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাস কর্মকর্তার ঘন্টাব্যাপী বৈঠক
৩১ ডিসেম্বর ২০১৮ ১৫:২২ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৫:২৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতবাসের এক কর্মকর্তা বৈঠক করেছেন।
সোমবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জ্যাকোব নামের ওই কর্মকর্তা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান উপস্থিত ছিলেন। তবে, বৈঠকের বিষয়ে গণমাধ্যমে কিছু বলা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ওই কর্মকর্তা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে দুপুর দেড়টার দিকে সেখান থেকে বের হন।
সারাবাংলা/এজেড/জেএএম