Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনাকে ঢাবির ১১০৩ শিক্ষকের অভিনন্দন


৩১ ডিসেম্বর ২০১৮ ১৪:১১

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।

ঢাবি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১০৩ জন শিক্ষক।

সোমবার (৩১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ও নীল দলের আহ্বায়ক ড. জেড এম পারভেজ সাজ্জাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, একাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১০৩ জন শিক্ষকের পক্ষে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে রায় দেওয়ায় বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি সংগ্রামী অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।

এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ দৃঢ়ভাবে বিশ্বাস করেন টানা তিনবারসহ চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিপুল উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সারাবাংলা/কেকে/একে

আওয়ামী লীগ একাদশ সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর