Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসাধীন অবস্থায় আরো ১ আ.লীগ কর্মীর মৃত্যু


৩১ ডিসেম্বর ২০১৮ ১৩:০৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

রাজশাহী: নির্বাচনের দিনে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় রাজশাহীতে আহত আরো ১ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩১ ডিসেম্বর) সকালে ইসমাইল হোসেন (৪৯) নামে ওই আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় নির্বাচনি সংঘর্ষে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।

মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দামকুড়া থানায় এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

রোববার (৩১ ডিসেম্বর) ভোটগ্রহণ চলাকালে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের গোদাগাড়ীর পালপুর-ধমরপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ ইসমাইল হোসেন (৪৯) গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত ইসমাইল পালপুর-ধমরপুর গ্রামের আজাহার আলীর ছেলে।

সারাবাংলা/এসএম/এনএইচ

নির্বাচনি সহিংসতা রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর