বান্দরবানে ৬ষ্ঠবারের মতো বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী বীর বাহাদুর
৩১ ডিসেম্বর ২০১৮ ১১:২৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বান্দরবান: বান্দরবান অর্থাৎ ৩০০নং আসনে আওয়ামী লীগ প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নৌকা প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রোববার (৩০ ডিসেম্বর) রাত ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার মোঃ দাউদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
এটি তার বান্দরবানে ষষ্ঠবারের মত বিজয়। এর আগে তিনি বান্দরবানে ৫বার সংসদ নির্বাচিত হন। আওয়ামী লীগ প্রার্থী বীর বাহাদুর উশৈসিং মোট ১লক্ষ ৪৩হাজার ৯শ ৬৬ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী ধানের শীষ প্রতীকে ৫৮হাজার ৭শ ১৯ ভোট পেয়েছেন।
এবার এই সংসদীয় আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৪৬ হাজার ৭৫৪ জন। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ১৩০ জন পুরুষ ও ১ লাখ ১৮ হাজার ৭৫৪ জন নারী ভোটার। আসনে মোট ভোট কেন্দ্র ১৭৬টি । এর মধ্যে ১৩টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও লোকবল নেয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।
সারাবাংলা/এনএইচ