Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দে‌শের সবচেয়ে তরুণ এম‌পি জ‌লিল পুত্র জন


৩১ ডিসেম্বর ২০১৮ ০০:২৬ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১০:১৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিপুল এ বিজয় তার নি‌জের কাছেও অ‌বিশ্বাস্য মনে হচ্ছে। দে‌শের সব‌চে‌য়ে তরুণ সংসদ সদস্য হি‌সে‌বে বেসরকা‌রিভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন জ‌লিল পুত্র নিজাম উদ্দিন জলিল জন।

ফলাফ‌লে ৭৩ হাজার ২০৩ ভো‌টে বিএন‌পি প্রার্থীকে পরা‌জিত ক‌রে নওগাঁ সদর থে‌কে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ছেলে।

এবার আওয়ামী লীগ যে কয়েকজন তরুণকে ম‌নোনয়ন নি‌য়ে চমক দেখিয়েছেন তাদের একজন ছি‌লেন ৩৪ বছর বয়সী জন। বয়সের হিসেবে জন দে‌শের সব‌চে‌য়ে কম বয়সী সংসদ সদস্যও।

জন জা‌নি‌য়ে‌ছেন তি‌নি স্বপ্ন দেখেন বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করার। তিনি মনোনয়ন পেয়েছি‌লেন নওগাঁ সদর থেকে। তিনি পেশায় একজন ব্যারিস্টার এবং কাজ করেন লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে। তবে নিজেকে মনে করেন পুরোদস্তুর রাজনীতিবিদ। রয়েছে ব্যবসা-বাণিজ্যও।

সারাবাংলার সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তিনি অসম্ভব কৃতজ্ঞ। নওগাঁয় বাবার আসনে তাকে মনোনয়ন দিয়েছেন বলে জিত‌তে পে‌রে‌ছেন।

জন আরও জানান, বিদেশে পড়ালেখা এবং ঘোরাফেরা করার কারণে তাদের উন্নত প্রযুক্তি ও পদ্ধতি তিনি ভালোভাবে দেখেছেন। বাংলাদেশে এ ধরনের প্রযুক্তি ও সেবা চালু করার স্বপ্ন দেখেন। এমপি হলে সে সুযোগ পাবেন।

এ ছাড়া তার আসন নওগাঁকে মডেল জেলা শহর হিসেবে গড়ে তুলতে চান জন।

সারাবাংলা/জেএইচ/এমআই

জন তরুণ এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর