Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন, ব্যালট বাক্স ছিনতাই


৩০ ডিসেম্বর ২০১৮ ১৯:৪৯ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ২০:০০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-২ আসনের সদর উপজেলার পশ্চিম নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এসময় বিএনপির কর্মীরা পুলিশ সদস্যদের বহনকারী দুটি গাড়ি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। একইসঙ্গে একটি ব্যালট বাক্স ছিনতাই ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী কার্যালয়সহ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করেছে তারা।

পশ্চিম নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ সোহেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিলে আবার ভোটগ্রহণ শুরু হয়।

সারাবাংলা/এসএমএন

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর