Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভিএম নিয়ে সন্তুষ্ট ডিএসসিসি মেয়র


৩০ ডিসেম্বর ২০১৮ ১৬:৪৪ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১৬:৪৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: ইলেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ পদ্ধতি সন্তোষজনক বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

নিজ এলাকার অবস্থা সম্পর্কে তিনি বলেন ‘দক্ষিণ সিটি করপোরেশনের সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সকাল থেকে সবাই উৎসবমুখর ও সানন্দে ভোট দিচ্ছে। নতুন ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।’

ইভিএম ব্যবহার নিয়ে নানান সমস্যার প্রেক্ষিতে তিনি বলেন, ‘কিছু কিছু যা সমস্যা হয়েছে, তা আগামী নির্বাচনে আর থাকবে না বলেই আশা করছি। আমাদের এই এলাকায় প্রায় এক কোটি ভোটার বেড়েছে কিন্তু সে অনুযায়ী কেন্দ্র কম থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হয়েছে। কিন্তু কেউ বিরক্ত হয়নি দেখে ভাল লেগেছে।’

এ সময় সাঈদ খোকনকে আগামী সিটি করপোরেশনের নির্বাচনে আবারও প্রার্থী হবেন কি না প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘নির্বাচন যখন আসবে তখন দেখা যাবে। এখন যেটা চলছে সেটা নিয়েই আলোচনা হোক।’

সারাবাংলা/এমএ/এমআই

ইভিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর