Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ের ব্যাপারে আশাবাদী ফারুক


৩০ ডিসেম্বর ২০১৮ ১৬:০৪ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১৬:০৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক) বলেছেন, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্ব উন্নয়ন চায়। রোববার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টায় বারিধারার কসমোপলিটন কেন্দ্র পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

ফারুক বলেন, সারা বাংলাদেশের কোথাও কোন ঝামেলা হয়নি। পাকিস্তান আমলেও এত শান্তিপূর্ণ ইলেকশন দেখিনি।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী আন্দালিভ রহমান পার্থের ‘ঋণখেলাপি’ এসব অভিযোগ সম্পর্কে ফারুক বলেন, ও (পার্থ) অনেক কিছুই বলে। ও আইনজীবী, আইনজীবীদের কাজ হলো মিথ্যা কথা বলা। কিন্তু আমি তাকে বলবো মিথ্যা বলা ছাড়াও অনেক কিছু করা যায়।

এদিকে, পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া ও কিছু কিছু কেন্দ্রে এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগে ভোট বর্জন করেছেন ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা আন্দালিভ রহমান পার্থ।

দুপুরে সাংবাদিকদের এ কথা জানান আন্দালিভ পার্থ। তিনি বলেন, ভোট দেওয়ার কোনো পরিবেশ নেই। তাই ভোট বর্জন করছি।

সারাবাংলা/এনএইচ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১৭ আসন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর