Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-২ ও ১০ আসনে ধানের শীষের এজেন্টের বের করে দেওয়ার অভিযোগ


৩০ ডিসেম্বর ২০১৮ ১৪:০৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ ও ঢাকা-১০ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ও আবদুল মান্নানের ধানের শীষ প্রতীকের সব এজেন্টেদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে আসন দুইটির প্রার্থী প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত অভিযোগ দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

উভয় প্রার্থী আলাদাভাবে লিখিত বক্তব্যে বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপিস্থিতিতে আওয়ামী লীগের কর্মীরা তাদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। এ সময় বেশ কয়েকজন বিএনপির কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিয়োগ করেন তারা।

ঢাকা-১০: ধানমন্ডি হাজারীবাগ আসনের বিএনপির প্রার্থী আবদুল মান্নান অভিযোগ করেছেন, তার এলাকার ১১৫টি কেন্দ্রের সবক’টিতেই তার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। অনেক কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়া হয়েছে তাদের। তিনি পুলিশের সহায়তা চেয়েও সহায়তা পাননি। সেনা বাহিনীর অফিসারকে বলার পরও কোনো সহায়তা পাননি বলে তিনি অভিযোগ করেন।

আবদুল মান্নান বলেন, আমি নির্বাচন থেকে সরে যেতে আসিনি। আমি আপনাদের সহযোগিতা কামনা ও সত্য তুলে ধরার জন্য অনুরোধ করতে এসেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ব্যক্তিগত মত হচ্ছে, তারা কতটা নিচে নামতে পারে সেটা দেখার জন্য আমি শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত মাঠে থাকতে চাই।

বিএনপির এই প্রার্থী আরও বলেন, ২০টি কেন্দ্রে পোলিং এজেন্ট দেওয়া গেলেও তাদের ভয়ভীতি ও শারীরিক আঘাত করে বের করে দেওয়া হয়। এর মধ্যে ছয় জন ছিলেন রক্তাক্ত। কয়েকজন নারী এজেন্ট রক্তাক্ত অবস্থায় আমার বাসায় আসেন। হাতিরপুলে নারী কমীদেরকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

বিজ্ঞাপন

যেসব কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে, সেগুলো হলো— ঢাকা সিটি কলেজ, আইডয়েল কলেজ, সেন্ট্রাল রোড, হাতিরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজারীবাগ জরিনা শিকদার বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজ, টিটি কলেজ, ইভান ল্যাবরেটরি স্কুল, ডা. মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ, কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এসব কেন্দ্রে এজেন্টদের পুলিশের হাতে গ্রেফতার, এজেন্টদের বের করে দেওয়া, ঢুকতে না দেওয়ার মতো অভিযোগ করেন আবদুল মান্নান। তিনি বলেন, কর্তব্যরত সেনা কর্মকর্তার সহায়তা চাইলে তিনি জানান, ইসি হয়ে আসেন। আমরা স্ট্রাইকিং ফোর্স, করার কিছুই নেই।

ঢাকা-২: ঢাকা-২ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ইসির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, আমি সকালে আমার নিজ কেন্দ্র মধুরচরসরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখি আমার পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। শুধু এই কেন্দ্র নয় কেরানিগঞ্জ, কামরাঙ্গীচর ও সাভারে প্রতিটি কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টেদর আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশের সহায়তায় মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। পুলিশ বেশ কয়েকজন এজেন্টকে আজও গ্রেফতার করে নিয়ে গেছে।

সারাবাংলা/জিএস/টিআর

ঢাকা-১০ ঢাকা-২ নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর