Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশৃঙ্খলা নেই; ভোটের পরও কিছু ঘটবে না: ডিএমপি কমিশনার


৩০ ডিসেম্বর ২০১৮ ১২:২৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সুন্দর পরিবেশে ভয়ভীতি ছাড়াই ভোটাররা ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, ‘শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছি। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। অত্যন্ত সুন্দর পরিবেশে কোনো ধরনের ভয়ভীতি ছাড়া ভোটাররা ভোট দিচ্ছেন। চমৎকার নির্বাচনি পরিবেশ বজায় আছে। স্বাধীন ও অবাধভাবে ভোটাররা যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।’

রোববার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ফার্মগেটের তেজগাঁও কলেজে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তায় নির্বাচনের আচরণবিধির কোনো লঙ্ঘন নেই। এ ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। ভোট দিয়ে আসার বা যাওয়ার পথে কোনো ধরনের বাধার খবর পাইনি কারও কাছে।

ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনটি অনেক আনন্দের ও উৎসবের। কোনো আতঙ্ক যেন না থাকে, ঠিক সেরকম নিরাপত্তা নিশ্চিত করেছি। ভোটগ্রহণের পরও তেমন নিরাপত্তা থাকবে।

আছাদুজ্জামান মিয়া আরও বলেন, পুরো পক্রিয়ায় ঢাকা শহরে নিরাপত্তার চাদর তৈরি করা হয়েছে। নির্বাচনের পরে কেউ কোনো ধরনের সহিংসতা ও পেশী শক্তি ব্যবহার করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারও কোনো নিরাপত্তার আশঙ্কা নেই।

সারাবাংলা/এএইচটি/ইউজে/টিআর

ডিএমপি কমিশনার নির্বাচন ২০১৮

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর