ভোট উৎসবে যোগ দিন, আহ্বান নানকের
৩০ ডিসেম্বর ২০১৮ ১২:২১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১২:৩৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: সব ধরনের ভয়ভীতি ও শঙ্কাকে উপেক্ষা করে দেশের জনগণকে ভোট উৎসবে যোগ দিতে সবিনয় আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
রোববার (৩০ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
এর আগে, রোববার সকাল ৮টায় সারাদেশে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সকালে সিটি কলেজে ভোট দেন। নৌকার বিজয় সুনিশ্চিত বলে এসময় তিনি আশাবাদ জানান।
সারাদেশে সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে দাবি করে নানক বলেন, ‘দেশের এক বিশেষ মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নিজেদের পরাজয় জেনে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা দেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সকল ভয়ভীতি ও শঙ্কাকে উপেক্ষা করে দেশের জনগণকে ভোট উৎসবে যোগ দেওয়ার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমরা বলতে চাই, মুক্তিযুদ্ধের চেতনার সকল পক্ষের সব শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে বাংলার মাটি থেকে স্বাধীনতাবিরোধী, মানবতাবিরোধী খুনিদের রাজনীতির পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াতকে পরাজিত করবই।’
এজন্য দেশের জনগণকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানায় আওয়ামী লীগ। ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম ভোটের পরিবেশ নিয়ে যে প্রশ্ন তুলেছেন, সে প্রসঙ্গে জানতে চাইলে নানক বলেন, ‘ঐক্যফ্রন্ট চালে-ডালে খিচুড়ি হয়ে এই পর্যায়ে চলে এসেছে। যে কারণে দেশের জনগণ তাদের ওপর আস্থা রাখতে পারেনি। সেই অনাস্থাই আজ প্রকাশ করবে বাংলাদেশের মানুষেরা।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য কাওসার, মারুফা আকতার পপি, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুসহ আরও অনেকে।\
ফাইল ছবি
সারাবাংলা/এনআর/পিএ