শান্তিপূর্ণভাবে ভোট শেষ হবে, প্রত্যাশা মিয়া সেপ্পো’র
৩০ ডিসেম্বর ২০১৮ ১১:২৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১১:২৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: শান্তিপূর্ণভাবে ভোটের দিন শেষ হবে আশাবাদ জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। রোববার (৩০ ডিসেম্বর) এক বার্তায় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বলেন, ‘বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠান চলছে। আমরা আশা করবো আজ ভোটের দিনটি শান্তিপূর্ণভাবে কাটবে।’
তিনি আরো বলেন, ‘ভোটাররা আজকের দিনে ভয়-ভীতিহীনভাবে তাদের নিজেদের পছন্দ অনুযায়ী প্রার্থীদের ভোট দিতে পারবে বলে প্রত্যাশা করি।’
প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর, রোববার সকাল ৮ টা থেকে সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। যা বিকেল ৪টা পর্যন্ত চলবে।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ জানান, এবারই প্রথমবারের মতো নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল ভোট করছে। ভোটে মোট ভোটার ১০৪ দশমিক ২ মিলিয়ন। যার মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬৫ এবং নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১২। ৩০০ আসনের জন্য মোট ১ হাজার ৮৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। যার মধ্যে ১ হাজার ৭৩৩ জন একাধিক রাজনৈতিক দলের প্রার্থী, বাকি ১২৮ জন স্বতন্ত্রভাবে ভোট করছে।
বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে ইসি সচিব হেলালুদ্দিন আহমদ বলেন, ‘ইউরোপিয় ইউনিয়ন এবারের ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। এজন্য তারা এবারের ভোট পর্যবেক্ষণে আসছে না।’
তিনি আরো বলেন, ‘এবারের ভোট পর্যবেক্ষণ করতে ১৫০ জন বিদেশি পর্যবেক্ষক এবং ৬৫ জন বিদেশি সাংবাদিক এসেছে। এর বাইরে ২৫ হাজার ৯০০ জন স্থানীয় পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবে।’
সারাবাংলা/জেআইএল/ এনএইচ