ঐক্যফ্রন্টের বিজয় অনিবার্য: ফখরুল
৩০ ডিসেম্বর ২০১৮ ০৯:০৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ০৯:৪০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
ঢাকা: সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ভোটাররা ভোট দিতে পারলে এবারের নির্বাচনে ঐক্যফ্রন্টের বিজয় অনিবার্য বলে মনে করছেন বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রোববার (৩০ ডিসেম্বর) সকালে ভোট দেওয়া শেষে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, ‘আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেটার পরিবেশ এখন পর্যন্ত ভালো। তবে অন্য কেন্দ্রে বাধা দেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি। আমি এখন সেখানে যাব।’
আরও পড়ুন: বিজয়ের মাসে মরণ কামড় দিতে চায় তারা : কাদের
সামগ্রিকভাবে ভোট কেন্দ্রগুলোর অবস্থা কী জানতে চাইলে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘এখনও পর্যন্ত কোনো খবর পাইনি। তবে ভোটাররা ভোট দিতে পারলে তারা যা চান সেটা পূরণ করতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করি জনগণের ভোটের মধ্য দিয়ে ঐক্যফ্রন্ট বিজয়ী হবে। এর মাধ্যমে গণতন্ত্রের বিজয় সূচিত হবে।’
সারাবাংলা/একে