Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে কেন্দ্রে হামলা-লুটপাট, প্রিজাইডিং অফিসারসহ আহত ৬


৩০ ডিসেম্বর ২০১৮ ০৭:৫৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ০৮:১৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নোয়াখালী : নোয়াখালী-২ আসনের একটি কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারসহ ৬ জন আহত হয়েছেন। এছাড়া বেগমগঞ্জের একটি কেন্দ্র থেকে নির্বাচনি মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৯ ডিসেম্বর) রাতে এই দুটি ঘটনা ঘটে।

জেলার পুলিশ সুপার ইলিয়াস শরীফ জানান, শনিবার রাত ১১টার দিকে নোয়াখালী-২ আসনের নাটেশ্বরের মধ্য এবতাদিয়া কেন্দ্রে বিএনপি প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের সমর্থক দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারসহ ৬ জনকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রিজাইডিং অফিসার মাহমুদুল হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন পাঠানো হয়েছে। বাকিদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে ওই কেন্দ্রটি স্থগিত করা হয়েছে কি না সেই তথ্য এখনও নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে, বেগমগঞ্জ উপজেলার বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সব নির্বাচনি সামগ্রী লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ফলে কেন্দ্রটি স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সারাবাংলা/এসএমএন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নোয়াখালী প্রিজাইডিং অফিসার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর