ধানের শীষের টাকা বিলিতে বাধা, পটিয়ায় যুবলীগ নেতা খুন
৩০ ডিসেম্বর ২০১৮ ০৭:২৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১২:৩৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়ায় ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিলিতে বাধা দেওয়ায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত দিল মোহাম্মদ বাছা (৩৫) কুসুমপুরা ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল।
এই পুলিশ কর্মকর্তা সারাবাংলাকে জানান, কুসুমপুরা ইউনিয়নের বরুমছড়া গ্রামে একজন জামায়াত নেতার নেতৃত্বে ভোটারদের টাকা বিলি করা হচ্ছিল। খবর পেয়ে দিল মোহাম্মদের বড় ভাই কায়সার গিয়ে এর প্রতিবাদ জানায়। এসময় দিল মোহাম্মদও ঘটনাস্থলে যায়। ঝগড়ার একপর্যায়ে দিল মোহাম্মদকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে ঘটনাস্থলেই মারা গেছেন এই যুবলীগ নেতা।
সারাবাংলা/আরডি/এসএমএন