Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণ ভোটের মাধ্যমে পরিস্থিতি বদলে দেবে : ফখরুল


২৯ ডিসেম্বর ২০১৮ ১৯:১০

।। ডিস্ট্রিক্ট করেপন্ডেন্ট ।।

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে এবার পরিস্থিতি বদলে দেবে। ভোট যেন কেউ চুরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

শনিবার(২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনে কর্মীদের জন্য শেষ বার্তা জানিয়ে ফখরুল বলেন, আমি শুধু কর্মীদের জন্য একটি বার্তা দিতে চাই তা হলো- জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে যেতে হবে। ভোট পাহারা দিতে হবে এবং ভোট যেন কেউ চুরি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

নিজ দলের কর্মীদের আটকের বিষয়ে তিনি বলেন, গতকাল বিএনপির যাদের আটক করা হয়েছে তারা অনেক গুরুত্বপূর্ণ নেতা। আমি এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও এসপি সাহেবকে জানিয়েছি। এরপরও আমাদের সাধারণ ভোটারকে কেউ হতাশ করতে পারবে না।

বিএনপিতে নির্বাচন নিয়ে কোনো বিরোধ আছে কিনা এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। এগুলো সরকারের কূটচাল। একেবারে ভিত্তিহীন। এগুলো কোনোটাই সঠিক নয়। বিএনপি নির্বাচনে আছে, থাকবে।

সারাবাংলা/এনএইচ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর