Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান ড. কামালের


২৯ ডিসেম্বর ২০১৮ ১৭:৩০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮ ১৭:৩৩

।। স্পেশাল করেরসপন্ডেন্ট ।।

ঢাকা: জনগণকে নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেন, মনে রাখতে হবে— যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি ঘুরে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ।

শনিবার (২৯ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলানায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন মন্টু, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, জনগণ পরিবর্তন চায়। আগামীকাল জনগণ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারলে ৩০ ডিসেম্বর বাংলাদেশে আরেকটি বিজয়ের দিন তৈরি হবে।

প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ ভোটকেন্দ্রের দায়িত্বে যারা নিয়োজিত থাকবেন, তাদের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ এই নেতা বলেন, আপনারা সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এতে আপনাদের সম্মান বাড়বে। ভোটারের মুখের হাসির ওপরই নির্ভর করছে আপনার দায়িত্ব পালনের সফলতা ও তৃপ্তি।

আইনশৃঙ্খলায় নিয়োজিত সেনাবাহিনী, নৌবাহিনী, র‌্যাব, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের প্রতি ড. কামাল বলেন, অতীতের মতো গৌরবময় ভূমিকা পালন করুন। বিশ্বব্যাপী শান্তি রক্ষায় আপনাদের ভূমিকা প্রশংসিত হচ্ছে। সে প্রশংসার ফলে সারাবিশ্বে আপনাদের সুযোগ বেড়েছে। কোনো অবস্থাতেই যেন তা ব্যাহত না হয়, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন। আপনারা যদি কারও অধিকার হরণ করেন, তাহলে মনে রাখবেন— অন্য কেউ আপনার মা, বাবা, স্ত্রী সন্তানের অধিকার হরণ করছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ড. কামাল বলেন, জনগণ দেশের মালিক। দেশের মালিকদের ভোটের আনন্দ থেকে বঞ্চিত করবেন না। কোনো অন্যায় নির্দেশ মানবেন না। প্রবাসীদের প্রতিও তিনি আহ্বান জানান, তারা যেন স্বজনদের ফোন করে ভোট দিতে যেতে বলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, আমি ভয় পাই না, আমি বিচলিত নই। আমার নিরাপত্তার জন্য কোনো পুলিশ প্রয়োজন হয়নি। আগামীকাল সকাল ৮টা/৯টার মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবো। আমি বিশ্বাস করি, জনগণ আমাদের ভোট দিয়ে দেশে পরিবর্তন আনবে।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, গত ৮ নভেম্বর থেকে এ পর্যন্ত ১১ হাজার ৫০৬ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। মামলা হয়েছে ৯৫৭টি। হামলা হয়েছে ২ হাজার ৮৯৬টি। অফিস ভাঙচুরের ঘটনায় আহত হয়েছে ১৩ হাজার ২৫২ জন, মারা গেছে ৯ জন। শুধু ২৮ ডিসেম্বর ১ হাজার ১৫৭ জন গ্রেফতার হয়েছে ও মামলা হয়েছে ৫৯টি, মারা গেছে একজন। ঐক্যফ্রন্টের ১৭ জন এখন কারাগারে। ঢাকায় মির্জা আব্বাসের বাড়ি পুলিশ এখনও ঘিরে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।

ভোটের দিন সকাল ১০টার পর জাতীয় ঐক্যফ্রন্ট মাঠে থাকবে না— আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এমন বক্তব্য নিয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, উনি তো আমাদের নেত্রী না। উনার কথায় তো হবে না। একই প্রসঙ্গে ড. কামাল বলেন, আমরা লড়াই করব, মাঠ ছাড়ব না।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/টিআর

জাতীয় ঐক্যফ্রন্ট ড. কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর