Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙামাটির ২০৩ ভোটকেন্দ্রের ১৩৬টিই ঝুঁকিপূর্ণ


২৯ ডিসেম্বর ২০১৮ ১৭:১৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

রাঙামাটি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩৬টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এবার জাতীয় নির্বাচনে ২৯৯ রাঙামাটি আসনে ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা একেএম মামুনুর রশীদ।

একেএম মামুনুর রশীদ জানান, পাহাড়ের ৪ লাখ ১৮ হাজার ২১৭ ভোটারের নিরাপত্তা বিধানে ৫০টি ইউনিয়নের প্রতিটিতে থাকবে একটি করে মোবাইল টিম। এ ছাড়া, সেনাবাহিনী-র‌্যাব-বিজিবি স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। প্রতিটি কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ২০ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তিনি আরও বলেন, ‘আমরা সব কেন্দ্রকেই নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে প্রশাসন প্রস্তুত।

রাঙামাটি আসনে মোট ৪ লাখ ১৮ হাজার ২৪৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার আছেন ২ লাখ ২০ হাজার ৩৯৫ জন ও নারী ভোটার আছেন ১ লাখ ৯৭ হাজার ৮৫৩ জন। জেলায় মোট ২০৩টি কেন্দ্রের মধ্যে ১৮টি হেলি সটিং কেন্দ্র রয়েছে। ইতোমধ্যে সবগুলো কেন্দ্রেই নির্বাচনি সরঞ্জাম ও জনবল পৌঁছেছে।

সারাবাংলা/এমএইচ

একাদশ জাতীয় নির্বাচন ভোটগ্রহণ ভোটার

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর