Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালো কিছু আশা করি, তবে মন্দের জন্যও প্রস্তুত আছি : কাদের


২৯ ডিসেম্বর ২০১৮ ১৭:১০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নোয়াখালী: পরাজয় নিশ্চিত জেনেই গত কয়েকদিন ধরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কণ্ঠে হতাশার সুর বাজছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে এখন পর্যন্ত অনুকুল, শান্তিময় ও সুষ্ঠ পরিবেশ রয়েছে। যেখানে শেষ মূহুর্তে শঙ্কার ভাব থাকে সেখানে শেষে নির্বাচন সুন্দর হয় । বহু বছর ধরেই নির্বাচনের আগে শঙ্কা থাকতো তবে তখন সহিংসতা ছিল না।’

বিজ্ঞাপন

শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘অন্যান্য দেশের মতোই বাংলাদেশে নির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশনকে একটা স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সরকার সহায়তা দিচ্ছে। এখানে সরকার কেবল মাত্র সহায়ক ভূমিকার দায়িত্ব পালন করছে। একে দলীয় সরকারের অধীন নির্বাচন বলা ঠিক হবে না। অন্যান্য গনতান্ত্রিক দেশের মতো সরকার সহায়তার কাজ করছে। আমার বিশ্বাস নির্বাচন সঠিক পথেই চলছে।’

নেতা-কর্মীদের ভোট কেন্দ্র রক্ষা করতে নির্দেশ দিয়েছেন জানিয়ে এই নেতা বলেন, ‘এর অর্থ হচ্ছে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে সে ব্যাপারে সহযোগীতা করা। আমরা ভালো কিছু আশা করি। তবে মন্দের জন্য ও প্রস্তুত আছি। এবারের নির্বাচনে জনগনের মতামতের শতভাগ প্রতিফলন ঘটবে। বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের জয়ের ব্যপারে কোন সন্দেহ নেই। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠন করবে। যাদের নির্বাচনে জয়ের আশা নেই বললেই চলে তারাই বিশৃঙ্খলা করে।’

বিজ্ঞাপন

এসময় নোয়াখালী-৪ আসনের প্রার্থী একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্যাহ খান সোহেল, জেলা আ’লীগ নেতা শামছুদ্দিন সেলিম, মাহমুদুর রহমান জাবেদ, আব্দুল মমিন, আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্টসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএমএন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর