Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনীতে ‘নাশকতার’ জন্য আনা ১০ অস্ত্র উদ্ধার


২৯ ডিসেম্বর ২০১৮ ১৪:২৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ফেনী: ফেনীর সোনাগাজী থেকে ১০টি অত্যাধুনিক অস্ত্রসহ বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অস্ত্র রেখে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‌্যাব-৭ এর সদস্যরা।

র‌্যাব ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, শনিবার (২৯ ডিসেম্বর) ভোরে ফেনীর সোনাগাজী উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর চর-চান্দিয়া এলাকায় অভিযান চালানো হয়। ওই এলাকায় বেশ কয়েক জন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে বলে তাদের কাছে খবর ছিল। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে তাদের রেখে যাওয়া দুইটি শটগান, পাঁচটি বিদেশি পিস্তল, দুইটি রিভালবার, একটি ওয়ান শ্যুটারগানসহ বিভিন্ন ধরনের ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা করতেই এসব অস্ত্র আনা হয়েছিল বলে জানান র‌্যাবের এই অধিনায়ক।

সারাবাংলা/এসএমএন

অস্ত্র উদ্ধার র‍্যাব

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর