Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন উপলক্ষে হবিগঞ্জে মোতায়েন সাড়ে ১০ হাজার নিরাপত্তাকর্মী


২৮ ডিসেম্বর ২০১৮ ০৯:৫৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের ৪টি আসনে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ১০ হাজার সদস্য কাজ করবে। ইতিমধ্যেই পুরো জেলা জুড়ে তৈরি করা হয়েছে নিরাপত্তার চাদর।

নির্বাচন ঘিরে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি বিজিবি-র‌্যাব ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনীর সদস্যরা। এর মধ্যে রয়েছে ৭০০ সেনা সদস্য, ১০০ র‌্যাব সদস্য, ৫৪০ বিজিবি সদস্য, ১৫০০ পুলিশকর্মী ও ৭ হাজার ৫৯৬ জন আনসার।

সব মিলিয়ে হবিগঞ্জে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ১০ হাজার সদস্য।

হবিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মাহমুদুল কবির মুরাদ জানান, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সারাবাংলা/ আরএ

নির্বাচন হবিগঞ্জে নিরাপত্তাকর্মী মোতায়েন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর