Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবির সাবেক উপ-উপাচার্য এনামুল হক খান আর নেই


২৭ ডিসেম্বর ২০১৮ ২১:৩৩

।। জাবি করেসপন্ডেন্ট ।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপ-উপাচার্য ও ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এনামুল হক খান ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক এনামুল হক খান দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২০০৩ সালের ২ অক্টোবর থেকে ২০০৭ সালের ২ অক্টোবর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। খিলগাঁওয়ে নিজ বাসভবন সংলগ্ন মসজিদে জানাজা শেষে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

এদিকে অধ্যাপক এনামুল হক খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এক শোক বার্তায় উপাচার্য বলেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এনামুল হক খানের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামো সস্প্রসারণে তার অবদান স্মরণীয়। শিক্ষার জন্য নিবেদিতপ্রাণ এই অধ্যাপকের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।

উপাচার্য প্রয়াত অধ্যাপকের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ড. এনামুল হক খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর