Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে ভোট বর্জনের পরামর্শ এ্যানীর


২৭ ডিসেম্বর ২০১৮ ২০:০৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নির্বাচনের কোনো পরিবেশ নেই অভিযোগ করে বিএনপি ও ঐক্যফ্রন্টকে নির্বাচন বর্জনের পরামর্শ দিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী ও দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি অভিযোগ করেন, ‘নির্বাচন করার কোনো পরিবেশ আমার নির্বাচনি এলাকায় নেই। পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় শাসক দলের পেটোয়া বাহিনী সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রচারের শেষ দিনেও আমি গণসংযোগ করতে পারিনি।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির এই প্রার্থী বলেন, ‘বিএনপি যদি ভোট বর্জন করে, তাহলে আমি স্বাগত জানাবে। আমার পরামর্শ বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিকে জানিয়েছি।’

এ্যানী অভিযোগ করেন, গত সোমবার লক্ষ্মীপুর সদর উপজেলার শান্তিরহাট  বাজারে গণসংযোগের সময় তার ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় তিন সাংবাদিক, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ ৩০ জন আহত হন বলে অভিযোগ তার।

এ্যানী বলেন, ‘আমাদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। মামলা দিচ্ছে। যারা হামলা করছে তাদের গ্রেফতার করা হচ্ছে না। উল্টো বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালানো হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক আমার ফোন ধরছেন না। পুলিশের পক্ষ থেকে আমাকে বের না হওয়ার জন্য বলা হয়েছে। এ অবস্থায় ভোট বর্জন ছাড়া আর কী করা যেতে পারে?’

এ্যানী অভিযোগ করেন, ‘বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিকে বলেছি, নির্বাচন করার মতো কোনো পরিবেশ নেই। দেশবাসী এটা দেখছে। নির্বাচন বর্জন করলেও যা হবে, না করলেও তা হবে।’ তবে তিনি আরও বলেন, ‘পার্টি যদি বর্জন না করার সিদ্ধান্ত নেয়, যদি মনে করে আমাদের থাকতে হবে, তবে আমি নির্বাচনে থাকব। রক্তাক্ত হয়ে, হামলার শিকার হয়েও থাকব। রক্তচক্ষুকে উপেক্ষা করে কেন্দ্রে থাকব। রক্তাক্ত শরীর নিয়েও থাকব।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অঞ্জন কুমার পাল বলেন, ‘শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। আমি উনার কলও রিসিভ করেছি। কখন ফোন রিসিভ না করতে পারলে ব্যাক করেছি। উনার অভিযোগগুলো সত্য নয়।’

এ বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিনকে ফোন করলে তিনি কল রিসিভ করে জানান, মিটিংয়ে আছেন। পরে ফোন করতে বলেন তিনি।

সারাবাংলা/এমএইচ

একাদশ জাতীয় নির্বাচন গণসংযোগ বিএনপি ভোট বর্জন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর