Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম


২৭ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৩ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সিলেট: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যস্ত সময় পার করছে সিলেট নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়। আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ৪২ ধরনের নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্টদের বুঝিয়ে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু করেছেন।

সিলেট নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, রিটার্নিং অফিসারের কার্যালয়ে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামসমূহ যথাসময়ে এসে পৌঁছেছে। ইতিমধ্যে সিলেটের ১৯টি আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে এ সব নির্বাচনী সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসব সরঞ্জাম কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র আরও জানায়, নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে সিলসহ স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা, অমোচনীয় কালির কলম, রাবারের অফিসিয়াল সিল, রাবারের মার্কিং সিল, গালা, সাদা কাগজ, কার্বন কাগজ, ছুরি, সুঁই সুতা, মোমবাতি, দিয়াশলাই, আলপিন, প্রিন্ট করা দেয়ালপত্র যাতে প্রবেশ, বাহির, ভোটকক্ষ নং, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট লেখা রয়েছে।

সারাবাংলা/এমএইচ

একাদশ জাতীয় নির্বাচন নির্বাচনী সরঞ্জাম ভোটকেন্দ্র

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর