Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিপক্ষীয়ভাবে রোহিঙ্গা সঙ্কটের সমাধান চায় রাশিয়া


২৭ ডিসেম্বর ২০১৮ ১৭:২১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দ্বিপক্ষীয়ভাবে রোহিঙ্গা সঙ্কটের সমাধান চায় রাশিয়া। ‘বাংলাদেশ-রাশিয়ার বন্ধুত্ব ও সম্পর্কের ৪৭ বছর’-শীর্ষক এক সেমিনারে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাটোভ এই তথ্য জানান।

বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্যাটেজিক স্ট্যাডিজ (বিস) মিলনায়তনে সেমিনারটি বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।

মৈত্রী সমিতির সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সেমিনারে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক প্রধান অতিথি এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাটোভ বিশেষ অতিথি ছিলেন। এ ছাড়া বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যর অধ্যাপক ড. শহীদুল্লাহ শিকদার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম সেমিনারে বক্তব্য রাখেন।

রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাটোভ বলেন, রোহিঙ্গা সঙ্কটের সমাধান দ্বিপক্ষীয়ভাবে হওয়া প্রয়োজন। রোহিঙ্গাদের উচিত বাংলাদেশ ছেড়ে নিজ দেশ ফেরত যাওয়া।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে আলেক্সান্ডার ইগনাটোভ বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের রাষ্ট্রগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে। চীনের অবস্থান এক রকম। তবে এই ইস্যুতে রাশিয়ার অবস্থান খুবই সাধারণ। রাশিয়া চায় যে দ্বিপক্ষীয়ভাবে আলোচনার মাধ্যমেই এই সঙ্কটের সমাধান হোক।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ঢাকা-মস্কো সম্পর্ক ভালো যাচ্ছে। এই সরকারের সময়ে বেশকিছু খাতে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বেড়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ প্রায় দেড় বিলিয়নেরও বেশি ‍উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, ৩টি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বেড়েছে। এগুলো হচ্ছে সামরিক সহযোগিতা, জ্বালানি সহযোগিতা এবং অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা।

সারাবাংলা/জেআইএল/এনএইচ

রোহিঙ্গা ইস্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর