Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে আদেশ ২৪ জানুয়ারি


২৭ ডিসেম্বর ২০১৮ ১৭:১৪ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ১৭:৪৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ ও উন্নয়নের নামে লুটপাট’ বিষয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে কি-না সেই বিষয়ে আদেশের জন্য আগামী ২৪ জানুয়ারি দিন ঠিক করেছেনে আদালত।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

মামলাটির আদেশের জন্য দিন নির্ধারিত ছিল। এদিন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ আবারও খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, মামলাটিতে খালেদা জিয়ার বিরুদ্ধে ৬ মাস আগে পুলিশ প্রতিবেদন দাখিল করেছে।

এর আগে ৭টি নির্ধারিত তারিখ আদেশের জন্য পার হয়েছে। আমরা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জনাই। এই মামলার বাদী (এ বি সিদ্দিকী) আদালতে আজ উপস্থিত হতে পারেনি সেই বিষয়ে আদালতকে অবহিত করেছেন বলে সারাবাংলাকে নিশ্চিত করেন আবুল কালাম আজাদ।

এর আগে গত ৩০ জুন ঘটনার সত্যতা পাওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস।

২০১৭ সালের ২৫ জানুয়ারি আদালতে মানহানির অভিযোগে মামলাটি করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক। ওই দিন আদালত শাহবাগ থানা পুলিশকে অভিযোগের বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা না চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব চেয়েছিলেন। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমেছিল।’

বিজ্ঞাপন

এ ছাড়া আওয়ামী লীগ দলীয় লোকদের জঙ্গি বানিয়ে নিরীহ লোকজনকে হত্যা করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেত্রী।

খালেদা জিয়ার এ বক্তব্য জাতির পিতার ইতিহাসকে বিকৃত করে যুব সমাজের কাছে বিতর্কিতভাবে উপস্থাপন করে মানহানিকর অপরাধ করেছেন বলে মামলা দায়ের করেন বাদী।

সারাবাংলা/এআই/এমআই

খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর