দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম
২৭ ডিসেম্বর ২০১৮ ১৫:৩২ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ১৫:৪১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
রাঙামাটি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ রাঙামাটির ২০৩টি কেন্দ্রের মধ্যে ১৮টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে করে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও জনবল।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে রাঙামাটি সার্কিট হাউজ হেলিপ্যাড থেকে প্রথম পর্যায়ে জেলার দুর্গম ৬টি কেন্দ্রে হেলিকপ্টারে এ সরঞ্জাম পাঠানো হয়েছে।
১৮টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রের সরঞ্জাম যাচ্ছে রাঙামাটি সদর থেকে। যার মধ্যে আজ ৬টি কেন্দ্রে এবং আগামীকাল (শুক্রবার) যাবে ৭টি কেন্দ্রে। অন্যদিকে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে ৫টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম ও লোকবল হেলিকপ্টারে পাঠানো হচ্ছে।
সারাবাংলা/এমএইচ