Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদা চামড়ার মানুষ এনে নোংরা রাজনীতিতে বিএনপি: নওফেল


২৭ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৭ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বৈঠক নিয়ে বিএনপি নেতারা নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এক্ষেত্রে শিষ্টাচার বর্হিভূত আচরণ করছে বলেও অভিযোগ নওফেলের।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায়’ নওফেল এ বিষয়ে কথা বলেন। সভায় চট্টগ্রাম মহানগর ও আশপাশের আসনের পাঁচটি সংসদীয় আসনের মহাজোটের প্রার্থীরা ছিলেন।

বিদেশি কয়েকটি সংস্থা মিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হয় আওয়ামী লীগের নেতাদের কাছে।

জবাবে নওফেল বলেন, ‘বিদেশিরা আসবেন, কথা বলবেন, মতামত চাইবেন, মতামত দেব আমরা। এটাই স্বাভাবিক। কিন্তু একটা সাদা চামড়ার মানুষকে নিয়ে এসে মনগড়া বক্তব্য-বিবৃতি দেওয়ার যে নোংরা রাজনৈতিক সংস্কৃতি চালু করা হয়েছে, আমরা এই বিকৃত মানসিকতার প্রতিবাদ করছি।’

নওফেল বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের দুজন এক্সপার্ট, কানাডীয় হাই কমিশনার, ব্রিটিশ হাই কমিশনের রাজনৈতিক বিশ্লেষক আমার কাছেও এসেছিলেন। আমি কথা বলেছি। আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও তারা আলোচনা করেছেন। কিন্তু আলোচনা শেষে তিনি গণমাধ্যমের কাছে কিছু মিথ্যা, ভিত্তিহীন বক্তব্য তুলে ধরে জল ঘোলা করার চেষ্টা করেছেন। বিদেশি ব্যক্তিরা বলেছিলেন, তাদের সাথে যে আলোচনাটা হয়েছে, সেটা নিয়ে গণমাধ্যমে আমরা যেন কোন ব্রিফিং না দিই।’

বিজ্ঞাপন

‘কিন্তু আমীর খসরু মাহমুদ চৌধুরী তাদের কথার মূল্যায়ন তো করেনইনি, শিষ্টাচার যেটা দেখানোর কথা সেটাও তিনি করেননি, শুধুমাত্র রাজনীতিকরণ করবার জন্য মনগড়া বক্তব্য দিয়েছেন।’

বিদেশিদের সঙ্গে আলোচনা প্রসঙ্গ টেনে নওফেল বলেন, বিদেশিরা বরং জানতে চেয়েছেন, জামায়াত ইসলামী যেটা আন্তর্জাতিকভাবে এখন সন্ত্রাসী সংগঠন, তাদের রোলটা বিএনপি জোটে কি হবে? এই গোষ্ঠীর বিষয়ে আমাদের মতামত কি এবং সহিংসতার আশঙ্কা আমরা করছি কি-না তা জানতে চেয়েছেন।

‘আমি পরিষ্কার করে তাদের বলেছি, বিএনপি এবং জামায়াত একীভূত হয়ে বিভিন্ন পরিকল্পনা করছে। তারা এর আগে মানুষ পুড়িয়েছে, মানুষ খুন করেছে, জনজীবনে বিঘ্ন ঘটিয়েছে, সরকারি এবং মানুষের সম্পত্তি বিনষ্ট করেছে। বিদেশিদের কাছেও আশঙ্কা আছে যে, জামায়াত ইসলামীর মতো সন্ত্রাসী সংগঠন এসব কাজ করবে। শুধুমাত্র বিদেশিদের এই মনোভাবকে ঢাকা দেওয়ার জন্য আমির খসরু মাহমুদ চৌধুরী পরিকল্পিতভাবে মিথ্যাচার করেছেন।’

প্রচার-প্রচারণায় হামলার বিষয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম শহরে প্রচারণা চালাতে গিয়ে তেমন কোন সংঘাত হয়নি। দুয়েকটি ঘটনা ঘটেছে, সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। বিএনপির প্রার্থীরা তাদের প্রচারণা চালাতে পারেনি, এমন নয়। চট্টগ্রাম শহরে পত্রিকা-টিভি খুললেই তো প্রার্থীদের প্রচারণা চোখে পড়ে। আসলে তারা মানুষের সাড়া না পেয়ে এবং পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অপপ্রচারে লিপ্ত হয়েছেন।

বিএনপি-জামায়াত প্রসঙ্গে মেয়র বলেন, তারা এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা এদেশের উন্নয়ন-অগ্রগতি চায় না। সেজন্য তারা অস্থিরতা করতে চায়। তারা নির্বাচন চায় না। যদি তাদের অস্থিরতা তৈরির সুযোগ থাকত তাহলে তাদের কোন অভিযোগ থাকত না।

বিজ্ঞাপন

চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে জানিয়ে নগরবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হবে। নগরের যেসব সম্মানিত ভোটার আছেন, প্রত্যেকে নির্ভয়ে, নির্বিঘ্নে, নিশ্চিন্তে ভোটকেন্দ্রে আসুন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

মতবিনিময় সভায় নৌকা প্রতীকের প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং ও হালিশহর) আসনের ডা. আফসারুল আমিন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরের একাংশ) আসনের দিদারুল আলম ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের মঈনউদ্দিন খান বাদল এবং চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগরের একাংশ) আসনের লাঙ্গল প্রতীকের আনিসুল ইসলাম মাহমুদ ছিলেন।

তবে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের নৌকার প্রার্থী এম এ লতিফ সভায় আসেননি।

এতে সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বিএনপি নির্বাচন থেকে বেরিয়ে যাবার এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উসিলা খুঁজছে। দেশবাসী এবং সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। আমরা বলছি, নির্বাচন অবশ্যই শান্তিপূর্ণ হবে। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন।

দিদারুল আলম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি-জামায়াত নাশকতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করেন।

আনিসুল ইসলাম মাহমুদ জানিয়েছেন, তিনি লাঙ্গল প্রতীকের প্রার্থী হলেও আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা সবাই তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

সভায় নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, জাসদ নেতা ইন্দুনন্দন দত্তসহ জ্যেষ্ঠ নেতারা ছিলেন।

সারাবাংলা/আরডি/এমএইচ

আওয়ামী লীগ চট্টগ্রামের রাজনীতি মহিবুল হাসান চৌধুরী নওফেল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর