Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাল টাকা ও দেশি অস্ত্রসহ বিএনপির ৮ নেতা-কর্মী আটক


২৭ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ময়মনসিংহ: ময়মনসিংহে আলাদা অভিযানে ৩৮ হাজার জাল টাকা ও ১২টি রাম দাসহ বিএনপির আট নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে এসব অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহ কামাল জানান, সকালে জাল টাকা নিয়ে নির্বাচনি প্রচারে নামে যুবদল নেতা আজিজুল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৩৮ হাজার জালটাকা সহ যুবদল নেতা আজিজুলকে আটক করে।

এছাড়াও ময়মনসিংহ শহরের সেনবাড়ি এলাকায় স্থাপিত বিএনপি প্রার্থীর নির্বাচনি ক্যাম্প থেকে ১২টি ধারালো রাম দা উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপির সাত নেতাকর্মীকেও আটক করা হয়।

এদের সবার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান শাহ কামাল।

সারাবাংলা/এসএমএন

জাল টাকা দেশি অস্ত্র

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর