Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পেট্রোল বোমাসহ ২ বিএনপি নেতা গ্রেফতার


২৭ ডিসেম্বর ২০১৮ ১৪:৩২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ১৮টি পেট্রোল বোমাসহ দুই বিএনপি নেতাকে গ্রেফতারের কথা জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৬ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে নগরীর খুলশী থানার টাইগারপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন-মো.জাবেদ ও রহুল আমিন।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো.মিজানুর রহমান সারাবাংলাকে জানান, গ্রেফতার জাবেদ খুলশী থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং রহুল আমিন সহ-সাধারণ সম্পাদক।

মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাইগারপাস এলাকা থেকে আটকের পর তাদের কাছে ১৮টি পেট্রোল বোমা পাওয়া গেছে। আমাদের ধারণা, নির্বাচনে নাশকতা করার জন্য তারা পেট্রোল বোমাগুলো সংগ্রহ করেছিল। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/আরডি/এসএমএন

পেট্রোল বোমা বিএনপি নেতা গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর