পুলিশ, র্যাব, বিজিবি ব্যর্থ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী
২৭ ডিসেম্বর ২০১৮ ১৪:১৭ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ১৫:১৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব. শাহাদত হোসেন চৌধুরী বলেছেন সশস্ত্র বাহিনী এই নির্বাচনে ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, সিআরপিসির ১২৭ থেকে ১৩২ ধারা অনুযায়ী তারা দায়িত্ব পালন করবে। নির্বাচনি পরিবেশ নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও বিজিবি ব্যর্থ হলে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী কাজ করবে।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনের কন্ট্রোল রুমে এক ব্রিফিং এসব তিনি এসব কথা বলেন। এ সময় এনআইডি ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলামও উপস্থিত ছিলেন।
পরে ইসির কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত মেজর রাজু আহমদ আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে মোতায়েন করা হয়েছে তা মানচিত্রের মাধ্যমে তুলে ধরেন।
শাহাদাত হোসেন চৌধুরী বলেন, সশস্ত্র বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবারের নির্বাচনে দায়িত্ব পালন করছে না।
তিনি বলেন, নির্বাচন নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি আছে বলে আমি মনে করি না। ভোটে রাজনৈতিক উত্তাপ থাকবে এটাই স্বাভাবিক। তবে প্রতিটি দলের প্রার্থী ও কর্মী-সমর্থকদের সংযত থেকে নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আহ্বান জানান কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী।
ইসি কমিশনার বলেন, একদিনে ৩শ’ আসনে নির্বাচন করাই বড় চ্যালেঞ্জ। নির্বাচনে উত্তেজনাকর পরিস্থিতি আছে বলে আমি মনে করি না। রাজনৈতিক চাপ ও উত্তেজনা বিরাজ করতে পারে। তাছাড়া সব দল নির্বাচনে অংশ গ্রহণ করায় নির্বাচনে উত্তেজনা রয়েছে।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়ে তিনি বলেন, ৬টি আসনে ইভিএম মেশিন ইতোমধ্যে পৌঁছে গেছে। এখন চলছে মক ভোটিং। সার্বিক দিক থেকে আমাদের প্রস্তুতি ভাল। পুরো নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বিএনপির প্রচারে হামলার বিষয়ে তিনি বলেন, অনেক অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায় নি। যেসব পাওয়া গেছে সেগুলোর সমাধান আসন থেকে করা হবে। ইসি থেকে নয়। জেলা পর্যায়ে এসব ব্যাপারে ১২২ ইলেক্ট্ররাল ইনকোয়ারি কমিটি করা আছে। যেকোন ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে প্রায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন।
শাহাদাত হোসেন চৌধুরী বলেন, বেশিরভাগ সংসদীয় আসনে ব্যালট পেপারসহ নির্বাচন সামগ্রী পৌঁছে গেছে। আদালতের নির্দেশনার অপেক্ষায় থাকা আসনের বিষয়ে তিনি বলেন, আদালতের আদেশ আমাদের মেনে চলতে হবে। ব্যালট পেপার পৌঁছানোসহ সব ধরনের সহযোগিতা-লজিস্টিক সাপোর্ট দিতে সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে। এসব আসনে নির্বাচনি সামগ্রী পৌঁছাতে হেলিকপ্টারও প্রস্তুত আছে। নির্বাচনের আগে-পরে যেকোনো ধরনের প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের সুবিধা পাওয়া যাবে বলেও জানান তিনি।
ইসি কমিশনার জানান, সারাদেশে এইচএফ রেডিওর মাধ্যমে নির্বাচন ভবনের কন্ট্রোল রুম থেকে রিটার্নিং কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এবারের নির্বাচনে প্রথমবারের মত এ ধরনের কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান শাহাদাত হোসেন চৌধুরী। ইলেকট্রনিক ভোটিং মেশিনের ছয়টি আসনে এর মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এসব আসনে প্রশিক্ষণও শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার অনুশীলন ভোটে অংশ নেন ভোটাররা।
সারাবাংলা/ জিএস/এনএইচ