Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙামাটিতে সাব মেশিনগানসহ আটক ৩


২৭ ডিসেম্বর ২০১৮ ১৪:১১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাঙামাটি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলা থেকে একটি একে টোয়েন্টি টু সাব মেশিনগানসহ তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারুয়া ইউনিয়নের তারাছড়ি এলাকা থেকে এদের আটক করে যৌথবাহিনী।

আটককৃতরা হলেন- বকিম চন্দ্র তঞ্চঙ্গ্যা, যতিন কান্তি তঞ্চঙ্গ্যা ও পাভেন তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ পারভেজ আলী জানান, বৃহস্পতিবার ভোরে গোপন খবরের ভিত্তিতে তারাছড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন জনকে আটক করে। এদের কাছ থেকে একটি টোয়েন্টি টু সাব মেশিনগান, তিনটিটি এমোনিশন, চারটি চায়নিজ চাকু উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএমএন

অস্ত্রসহ আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর