Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনের শেষটা দেখব, মাঠ ছাড়বো না’


২৭ ডিসেম্বর ২০১৮ ১৩:৩০ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ১৪:১৯

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি )

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দিনাজপুর : কিছুদিন আগেও ভোটের সুষ্ঠু পরিবেশ থাকলেও এখন তা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গত কদিন থেকে বিএনপি’র শীর্ষ নেতাদের উপর আওয়ামীলীগ জুলুম-নির্যাতন করছে। নির্বাচনি প্রচারণা কার্যক্রমে বিএনপিকে অংশ গ্রহণ করতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ এমন পরিস্থিতি সৃষ্টি করেছে সাধারন মানুষ যেন ভোট কেন্দ্রে যেতে না পারে। আওয়া মীলীগের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে একাধিকবার জানালেও কোন সাড়া পাওয়া যাচ্ছে না ‘

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ী এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘প্রকাশ্যে আওয়ামী লীগের লোকজন ধারালো অস্ত্র নিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। কিছুদিন আগেই নির্বাচনের কিছুটা সুষ্ঠু পরিবেশ থাকলেও এখন একেবারেই নির্বাচনি পরিবেশ নেই। তারা যেটাই করুক আমরা নির্বাচনের শেষটা দেখব। নির্বাচনের মাঠ ছাড়বো না। আমরা নির্বাচনে অংশ নিয়ে দেখিয়ে যেতে চাই এই দেশে সরকারের অধীনে কখনও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’

এসময় জেলা বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমান বন্দরের পথে রাওনা দেন।

সারাবাংলা/এসএমএন

দিনাজপুর মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর