Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিরোধীদেরও নির্বাচনি প্রচার চালানোর পরিবেশ বজায় রাখতে হবে’


২৬ ডিসেম্বর ২০১৮ ২২:৩৫ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ০৭:৩৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিরোধী পক্ষও যাতে ভোটের মাঠে তাদের নির্বাচনি প্রচার-প্রচারণা চালাতে পারে সে পরিবেশ বজায় রাখতে হবে বলে, নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কুষ্টিয়ার নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

‘ওরা উসকাবে, ওদের সন্ত্রাসী চরিত্র, আমাদের ধৈর্য ধরতে হবে’

শেখ হাসিনা বলেন, ‘ইনশাল্লাহ, সবাই এক থাকলে—কেউ আমাদের হারাতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে। আর বিরোধী দল যারা আছে তাদের নেতারাও নির্বাচন করছে ঐক্যফ্রন্টের সঙ্গে। তারা যাতে তাদের নির্বাচনি প্রচারণা চালাতে পারে, সে পরিবেশটাও বজায় রাখতে হবে। তারা সন্ত্রাস করবে, সন্ত্রাস করা তাদের চরিত্র, তারা আওয়ামী লীগ নয়, এটা মাথায় রাখতে হবে।’

‘আমি বিশ্বাস করি—ইনশাল্লাহ, জয় আমাদের হবেই এবং বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

মহাজোটের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-একাংশ) সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কলেজ জীবনে শেখ হাসিনা তার ছাত্র সংসদের নির্বাচনে সবচেয়ে বেশি সহযোগিতার কথা স্মরণ করেন। তিনি প্রার্থীদের পরিচয় করার সময় ইনুর অতীতের সহযোগিতার কথা তুলে ধরে বলেন, ‘হাসানুল হক ইনু আমরা একসঙ্গে ছাত্রলীগ করেছি। আমি যখন কলেজে ইলেকশন করি, আমার ইলেকশনে সব থেকে বেশি সহযোগিতা করেছিলেন। একখানা (ওয়াগন) গাড়ি ছিল, আমার ভোটারও এনে দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতার পর বিরোধ হলে চলে যায় জাসদে। এখনো সেই জাসদে আছে। তবে আমাদের ঐক্যে সাথে আছে। তাকে আমরা নৌকা মার্কা দিয়েছি। উনি মশাল হাতে নিলেও আমি নৌকাতে বেঁধে নিয়েছি। তাই আসন্ন নির্বাচনে ইনুকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।’

বিজ্ঞাপন

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘নেত্রী আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন উপলক্ষে আপনাকে কথা দিয়েছিলাম কুষ্টিয়ার মানুষ নৌকার ভোটের বিপ্লব ঘটাবে। কারণ আপনি ইতোমধ্যেই কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা কুষ্টিয়া মেডিকেল কলেজ, বাইপাস সড়কসহ সব দাবি পূরণ করে দিয়েছেন। আর আমি আপনাকে কথা দিয়েছিলাম, আমার মিরপুর-ভেড়ামারায় যে সমস্যা ছিল ইনু সাহেবের সঙ্গে, সেটা আমি বসে ঠিক করে দিয়েছি, এখন সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।’

সারাবাংলা/এনআর/এমআই

আরও পড়ুন: ‘আমরা কাজের লোককেও উনার মতো বাজে কথায় গালি দেই নাই’

নির্বাচন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর