Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্র্যাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ


২৬ ডিসেম্বর ২০১৮ ২২:০১ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ২৩:০৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ২০১৯ কার্যনির্বাহী নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। বিদায়ী কমিটি নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর হয়। এ সময় বিদায়ী কমিটি, নতুন কমিটি ও ক্র্যাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্র্যাবের বিদায়ী কমিটির সভাপতি সালেহ আকন বলেন, বিদায় মানে চলে যাওয়া নয়। শুধু চেয়ারের পরিবর্তন হয়ে থাকে। আমরা সবাই মিলে কাজ করবো। ক্র্যাবের একজন সাধারণ সদস্য হয়ে যখনই কোনো কাজে ডাকবেন তখনই এসে হাজির হবো। আগামী দিনে ক্র্যাব আরও শক্তিশালী হবে।

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার আলম বলেন, ক্র্যাবের রীতি অনুযায়ী নতুন কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো। সামনের দিনগুলোতে ক্র্যাব নতুন কমিটির নেতৃত্বে এগিয়ে যাবে।

ডিআরইউয়ের সভাপতি ইলিয়াস হোসেন বলেন, ক্র্যাব একটি ভাতৃপ্রতীম সংগঠন। আমরা সবাই এক সাথে কাজ করবো। সাংবাদিকদের দু:সময়ে পাশে দাঁড়াবো। ক্র্যাব সদস্যদের সাথে নিয়ে সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলোতে আমাদের অংশগ্রহণ আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আশা করি।

ডিআরইউয়ের সাধারণ সম্পাদক কবির আহমেদ খান বলেন, ২০১৮ সাল ছিল নির্বাচনের বছর। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনী বছর শেষ হবে। ভোটে যে কমিটি নির্বাচিত হয়েছে, আশা করি আগামীতে এই কমিটি সাংবাদিকদের পাশে থাকবে, উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ক্র্যাবের নতুন কমিটিকে অভিনন্দন জানান তিনি।

বিজ্ঞাপন

দায়িত্ব গ্রহণ করে ক্র্যাবের সভাপতি আবুল খায়ের বলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলে একটি টাস্কফোর্স গঠন করা হবে। যে টাস্কফোর্স আগামীতে যেসব সাংবাদিকের কোনো কারণ ছাড়াই চাকরি চলে যায়, পেশার কাজে গিয়ে নির্যাতনের শিকার হয় এমন বিভিন্ন বিষয়াদি দেখভাল করবে। তদন্ত করবে, সমস্যা কোথায়।

এছাড়া সকলের সহযোগিতায় ক্র্যাবের উন্নয়নের ঘোষণা দেন তিনি। ভোটের মাধ্যমে ক্র্যাবের সকল সদস্য আবুল খায়েরকে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

সাধারণ সম্পাদক দীপু সারোয়ার বলেন, কেউ বিদায় হননি। তারা সাথেই থাকবেন। বিদায়ী কমিটির সকল সদস্যদের পরামর্শ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ক্র্যাবকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

ক্র্যাবের ২০১৯ সালের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সহ সভাপতি মিজান মালিক, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক দুলাল হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক বকুল, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইমরান হোসেন সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিএম তসলিম উদ্দিন, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম রাজী, কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, এছাড়া কার্যনির্বাহী ৩ সদস্য হলেন, মাসুদ আলম, শাহীন আব্দুল বারি ও সাইফ বাবলু।

সারাবাংলা/ইউজে/আরএ

ক্র্যাব দায়িত্ব গ্রহণ নতুন কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর