Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পুলিশকে বলে জানোয়ার, সাংবাদিককে বলে খামোশ’


২৬ ডিসেম্বর ২০১৮ ২০:৪০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

ভোলা: ভোলা-১ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির কোন নেতা নাই। ড. কামাল বিএনপির ভাড়াটিয়া নেতা। নীতি হারিয়ে ড. কামাল এখন পাগল হয়ে গেছেন। সে যখন তখন উত্তেজিত হয়ে যায়। পুলিশকে বলে জানোয়ার আর সাংবাদিকদের বলে খামোশ। তার কথাবার্তা শুনলে মনে হয় সে একজন পগল।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে বোরহান উদ্দিন কলেজ মাঠে ভোলা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী আলী আজম মুকুল এর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ড. কামাল বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন। গ্রেনেড হামলা করে যারা প্রধানমন্ত্রীকে মারতে চেয়েছে তিনি তাদের সঙ্গে যোগ দিয়েছেন।’

বিএনপির প্রচার-প্রচারনায় কেউ বাধা দিচ্ছে না উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ব্যাপক অত্যাচার-নির্যাতন চালিয়েছে। সেই অত্যাচার নির্যাতন সম্পর্কে মানুষ তাদের প্রশ্ন করবে। সে কারণে মানুষের ভয়ে বিএনপি প্রার্থীরা এখন প্রচারে নামতে পারে না।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। ভোলায়ও ব্যাপক উন্নয়ন হয়েছে। ভোলার গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। শহরের মানুষ এখন গ্যাসে রান্না করে। শেখ হাসিনা যদি আর পাঁচবছর সময় পান তা হলে ভোলার গ্রামের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া হবে।’

এ সময় ভেলা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী আলী আজম মুকুল, পৌর মেয়র রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/একে

বিজ্ঞাপন

গণসংযোগ নির্বাচন ভোটের প্রচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর