Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাইওয়ানে প্রবেশের পর নিখোঁজ ১৫২ ভিয়েতনামী পর্যটক


২৬ ডিসেম্বর ২০১৮ ১৯:৫৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ট্যুরিস্ট ভিসায় তাইওয়ানে প্রবেশের পর নিখোঁজ রয়েছেন ভিয়েতনামের ১৫২ নাগরিক। নিখোঁজ পর্যটকরা ২১ ও ২৩ ডিসেম্বর তাইওয়ানে প্রবেশ করেন। বর্তমানে তাদের মধ্যে একজন ছাড়া বাকি কারোরই খোঁজ জানে না স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খুব সম্ভবত এই পর্যটকরা তাইওয়ানে অবৈধ উপায়ে কাজ করতে প্রবেশ করেছে।

দেশের পর্যটন খাত শক্তিশালী করে তুলতে এশিয়ার বেশ কয়েকটি দেশের জন্য ভিসা অনুমোদন সহজ করে দিয়েছে তাইওয়ান। ২০১৫ সাল থেকে এই কর্মসূচি চালু হয়। এরপর থেকে এখন পর্যন্ত এটাই তাইওয়ানে পর্যটক নিখোঁজ হওয়ার সবচেয়ে বড় ঘটনা।

তাইওয়ানের জাতীয় অভিবাসন সংস্থা জানিয়েছে, তারা নিখোঁজ পর্যটকদের ও তাদের নিখোঁজ হওয়ার পেছনে জড়িতদের খুঁজে বের করতে একটি বিশেষ দল গঠন করেছে।

সংস্থাটি জানিয়েছে, ধরা পড়লে পর্যটকদের নিজদেশে ফেরত পাঠানো হবে ও আগামী তিন থেকে পাঁচ বছরের জন্য তাইওয়ানে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হবে।

ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এ ঘটনায় তাইওয়ানের সঙ্গে যোগাযোগ রাখছে এবং এ ঘটনা যেন দেশটিতে
ভিয়েতনামীদের পর্যটন ও অন্যান্য বিনিময় কর্মসূচিতে প্রভাব না ফেলে সে বিষয়ে নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।

উল্লেখ্য, তাইওয়ান হচ্ছে এশিয়ার সবচেয়ে বৃহৎ বাণিজ্যিক দেশগুলোর একটি। মাথাপিছু আয়ের হিসেবেও দেশটি এশিয়ার শীর্ষ দেশগুলোর একটি।

সারাবাংলা/ আরএ

তাইওয়ান পর্যটক নিখোঁজ ভিয়েতনামী