বুদ্ধিজীবী কবরস্থানের পাশে বাসাবাড়িতে আগুন
২৬ ডিসেম্বর ২০১৮ ১৯:৪৭ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১৯:৫৮
।।সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের পাশের একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার কামরুল হাসান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের দুইট ইউনিট চেষ্টা চালিয়ে পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেননি কামরুল হাসান।
সারাবাংলা/ইউজে/এমএইচ