চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
১৩ জানুয়ারি ২০১৮ ১৪:২৩ | আপডেট: ২ মার্চ ২০১৮ ১৯:৪৮
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
কুমিল্লা: কুমিল্লার বানাশুয়ায় ডেমু ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের সঙ্গে বন্ধ রয়েছে সারাদেশের রেল যোগাযোগ।
শনিবার সকাল পৌনে ৯টায় জেলার সদর উপজেলার বানাশুয়া রেলওয়ে ব্রিজের পাশে একটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
দুর্ঘটনার ফলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস কুমিল্লা রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেল ষ্টেশন মাস্টার শফিকুর রহমান জানান, লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ক্রেন আসছে।
দুপুর নাগাদ উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এ রেল কর্মকর্তা।
সারাবাংলা/আরসি/এমএ