Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতে আসছেন এরশাদ


২৬ ডিসেম্বর ২০১৮ ১৮:১৭ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১৮:৫৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বুধবার রাত ৯টায় দেশে ফিরছেন। দলটির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সরাসরি বারিধারায় বাসভবনে যাবেন এরশাদ।

গত ১২ ডিসেম্বর ‘উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ। তার সঙ্গে দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুও সিঙ্গাপুরে যান।

সিঙ্গাপুর যাওয়ার আগে দলের গুরুত্বপদে রদবদল আনেন এরশাদ। রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দিয়ে মসিউর রহমান রাঙ্গাঁকে নতুন মহাসচিব নিয়োগ দেন দলের চেয়ারম্যান। পরে রুহুল আমিন হাওলাদারকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এরশাদ বয়সজনিত নানা রোগে ভুগছেন। একাদশ নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি একাধিকবার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন ৮৮ বছর বয়সী এরশাদ।

সারাবাংলা/এএইচএইচ/একে

এরশাদ জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর