চট্টগ্রামে ধানের শীষের প্রার্থী ইব্রাহীমের ওপর হামলা, ভাঙচুর
২৬ ডিসেম্বর ২০১৮ ১৮:০৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১৮:৩৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারীতে নির্বাচনি প্রচারের সময় ধানের শীষের প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সে সময় নয়টি গাড়িও ভাঙচুর করেছে। হামলার সময় তিনি গ্রামে একটি বাড়িতে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করেন। পরে ওই বাড়িতেও ভাংচুর করা হয়েছে বলে জানিয়েছেন ইব্রাহীম।
বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর গ্রামে এই ঘটনা ঘটে।
সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম সারাবাংলাকে জানান, ‘ধলই ইউনিয়নে গণসংযোগ শেষে গাড়িবহর নিয়ে তিনি ফিরছিলেন। তাদের গাড়ি মনিয়াপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে আসার পর স্লোগান দিয়ে ২০-২২ জন যুবক গাড়িতে আক্রমণ করে। এ সময় তারা নির্বিচারে গাড়ি ভাঙচুর ও মারধর শুরু করলে ইব্রাহীম গাড়ি থেকে নেমে যান।’
নেতা-কর্মীরা ইব্রাহীমকে বিদ্যালয়ের পেছনে একটি বাড়িতে নিয়ে যান। ইব্রাহীম ওই বাড়িতে আশ্রয় নেওয়ার খবর পেয়ে হামলাকারী যুবকরা সেখানে গিয়ে ভাংচুর চালায়। তবে ইব্রাহীম যে কক্ষে আশ্রয় নিয়েছিলেন হামলাকারীরা সেটির সন্ধান না পাওয়ায় তিনি আঘাতপ্রাপ্ত হননি বলে জানিয়েছেন।
ইব্রাহীম জানান, ‘হামলায় তাদের গাড়িবহরে ৫টি সিএনজি অটোরিকশা এবং মাইক্রোবাস ও প্রাইভেট কার মিলিয়ে আরও ৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তঃত চারজন।’
হামলাকারীরা চলে যাবার পর ইব্রাহীম আরেকটি গাড়িতে করে ওই এলাকা ত্যাগ করেন এবং বর্তমানে নিরাপদ অবস্থানে আছেন বলেও জানিয়েছেন।
ইব্রাহীম বলেন, ‘হামলার মুখে টিকতে না পেরে আমার নেতা-কর্মীরা সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। আমি একটি ঘরে আশ্রয় নিয়ে প্রাণ রক্ষা করেছি। মাত্র ২০-২২ জন যুবকের তাণ্ডব শেষ হওয়ার পর আমি ওই ঘর থেকে বেরিয়ে আরেক জায়গায় এসেছি। আমি নিরাপদ এবং সুস্থ আছি।’
হামলার বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সারাবাংলাকে বলেন, ‘হামলার খবর প্রার্থী নিজে আমাদের ফোন করে জানিয়েছেন। খবর পাওয়ামাত্র বিজিবি ও পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তারা এলাকায় অবস্থান করছে। বর্তমান এলাকার পরিস্থিতি শান্ত আছে। প্রার্থীও নিরাপদে আছেন। প্রার্থী লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেব।’
চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও মহানগরীর একাংশ) আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইব্রাহীমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লাঙ্গল মার্কার প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ।
সারাবাংলা/আরডি/এমআই