সাংবাদিকদের অবাধ চলাচল নিশ্চিত করার দাবি সম্পাদক পরিষদের
২৬ ডিসেম্বর ২০১৮ ১৭:৪১ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১৭:৪৫
।। স্পেশাল করেসপন্ডেস্ট।।
ঢাকা: নির্বাচনের আগে ও পরে তিনদিন সারাদেশে সাংবাদিক, সংবাদকর্মী এবং মিডিয়া সংশ্লিষ্ট যানবাহনের মুক্তভাবে চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।
বুধবার (২৬ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাছে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম স্বাক্ষরিত এক চিঠিতে এ দাবি জানানো হয়।
চিঠিতে সাংবাদিক ও সংবাদকর্মীদের মোটরসাইকেল, সাংবাদিক বা সংবাদপত্র পরিবহনকারী যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ছাড়া সাংবাদিকরা যাতে অবাধ চলাচল করতে পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে সম্পাদক পরিষদের ওই চিঠিতে।
সারাবাংলা/জিএস/একে