Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, তিন শিক্ষার্থীর মৃত্যু


২৬ ডিসেম্বর ২০১৮ ১৭:২৫

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

চীনের রাজধানী বেইজিংয়ের একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বিস্ফোরণের ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শহরের দমকল বিভাগ একথা জানিয়েছে। খবর আল জাজিরার।

বেইজিংয়ের দমকল বিভাগ বুধবার (২৬ ডিসেম্বর) জানিয়েছে, বেইজিং জিয়াতং ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরিতে বর্জ্য মিশ্রিত পানি পরিশোধন বিষয়ক একটি পরীক্ষা চলার সময় বিস্ফোরণ ঘটেছে।

দমকল বিভাগ জানিয়েছে, বিস্ফোরণে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ৯:৩০ এর দিকে এই ঘটনা ঘটে।

এদিকে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে, ঘটনাস্থলে বৃহৎ আকারের আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে প্রায় ৩০টি দমকল ইঞ্জিন পাঠানো হয়েছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষরা এ বিষয়ে একটি তদন্ত চালু করেছে।

সারাবাংলা/ আরএ

চীন পরীক্ষাগার বিশ্ববিদ্যালয়য় বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর